হোম > সারা দেশ > বরিশাল

মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি কৃষক 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অনাবৃষ্টির কারণে এ বছর বরগুনার আমতলী উপজেলায় মুগডালের ফলন ভালো হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বাজারে মুগডালের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। মুগডাল বিক্রি করে লাভের আশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমতলীর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে মুগডালের তেমন ভালো ফলন হয়নি। 

ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা লোকসান কীভাবে কাটানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকার কৃষকেরা। তবে কৃষকদের আশা দেখাচ্ছে মৌসুমের শুরুতে বাজারে মুগডালের ভালো দাম। আজ রোববার আমতলী উপজেলার শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ১ মণ মুগডাল তিন হাজার ৮ শ টাকা এবং সাড়ে ছেচল্লিশ কেজি মুগডাল কিনছেন ৪ হাজার ৫০০ টাকায়। 

উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েলসহ আরও কয়েক জন কৃষকের সঙ্গে আলাপ হেল জানান, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তবে বাজারে দাম ভালো থাকায় তাঁরা মনে করছেন না লোকসান গুনতে হবে না। 

চন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। তবে বাজারে দাম বেশি। তাতে যদি লোকসান কাটায়ে ওঠা যায়। 

আমতলী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক। কৃষকেরা এতে ভালোই লাভবান হবে। 

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু, বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ