হোম > সারা দেশ > বরিশাল

মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি কৃষক 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অনাবৃষ্টির কারণে এ বছর বরগুনার আমতলী উপজেলায় মুগডালের ফলন ভালো হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বাজারে মুগডালের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। মুগডাল বিক্রি করে লাভের আশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমতলীর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে মুগডালের তেমন ভালো ফলন হয়নি। 

ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা লোকসান কীভাবে কাটানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকার কৃষকেরা। তবে কৃষকদের আশা দেখাচ্ছে মৌসুমের শুরুতে বাজারে মুগডালের ভালো দাম। আজ রোববার আমতলী উপজেলার শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ১ মণ মুগডাল তিন হাজার ৮ শ টাকা এবং সাড়ে ছেচল্লিশ কেজি মুগডাল কিনছেন ৪ হাজার ৫০০ টাকায়। 

উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েলসহ আরও কয়েক জন কৃষকের সঙ্গে আলাপ হেল জানান, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তবে বাজারে দাম ভালো থাকায় তাঁরা মনে করছেন না লোকসান গুনতে হবে না। 

চন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। তবে বাজারে দাম বেশি। তাতে যদি লোকসান কাটায়ে ওঠা যায়। 

আমতলী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক। কৃষকেরা এতে ভালোই লাভবান হবে। 

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু, বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ