হোম > সারা দেশ > বরিশাল

বৈরী আবহাওয়া: মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা, খোলা প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তীব্র শীতের পাশাপাশি বরিশাল নগরীতে বৃষ্টি হয়েছে। যে কারণে সরকারের নির্দেশে মাধ্যমিক বিদ্যালয় আজ বৃহস্পতিবার বন্ধের ঘোষণা দেয়া হয়। অথচ প্রাথমিক বিদ্যালয় খোলা। যে কারণে চরম বিপাকে কোমলমতি শিশু ও অভিভাবকেরা। 

নগরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সেগুলোয় নামেমাত্র ক্লাস চলছে। বৃষ্টি আর শীতে শিশু শিক্ষার্থীর উপস্থিতিও কম। অনেকে আবার শীতজনিত নানা রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অবশ্য এজন্য জেলা শিক্ষা অফিসকে দুষছেন। 

বরিশাল জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘স্কুল বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি।’

বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, ‘সরকারের নির্দেশনা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয় বন্ধ রাখতে হবে। বিভাগের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল না। এজন্য স্কুল বন্ধ করা হয়নি।’ 

তবে জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘তাপমাত্রা হ্রাস ও বৈরী আবহাওয়া বিরাজ করায় মাধ্যমিক শ্রেণির সব বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।’
 
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে তাপমাত্রা রয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছিল নগরে দিনভর।’

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা