হোম > সারা দেশ > ঝালকাঠি

শহীদ মিনার থেকে ফেরার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে জখম হয়ে তিনি রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আজ শনিবার সকালে উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় ছাত্রলীগ নেতা–কর্মীরা তাঁর পথরোধ করে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কিরণ। 

এ ছাত্রদল নেতা অভিযোগে বলেন, সকালে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় শহরের স্কুল মার্কেট এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর পথ রোধ করে হামলা চালান। এ সময় তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। 

এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। হামলার এ ঘটনার সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন। বিষয়টি শুনেছি, এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দলে হতে পারে।’ 

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। এমন ঘটনায় কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ