বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার কাঠাতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদুল (৩০)। কাঠাতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। বজ্রপাতের ঘটনায় তাঁর ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে। এছাড়া দুটি গরু মারা গেছে।
স্থানীয় হুমায়ূন কবির লিটন পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিলেন। আকাশে মেঘ হওয়ায় বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তাঁর ছেলে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শামীম। তিনি আজকের পত্রিকাকে জানান, আসাদুল গরীব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতেন। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়।