হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথা-চোখে আঘাতের চিহ্ন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম নাসির সরদার (৫২)। তিনি চরবাটামারা গ্রামের মৃত গগন সরদারের ছেলে। তিনি গাছ ও গরুর ব্যবসা করতেন। পরিবারের দাবি, ব্যবসা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

নাসিরের মেয়ে লামিয়া আক্তার জানান, তাঁর বাবা এলাকায় গাছের ব্যবসার পাশাপাশি বিভিন্ন উৎসবের সময় স্থানীয় সালাম হাওলাদার, জুলহাস হাওলাদার, আব্দুর রাজ্জাক ও বাচ্চু হাওলাদারের সঙ্গে গরু কিনে মাংস বিক্রি করতেন। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চরবাটামারা নতুন হাটে মাংস বিক্রির জন্য গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্থানীয় হাসেম হাওলাদার জানান, নাসির অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের লোকজন সালাম হাওলাদারের বাড়ির সামনে গিয়ে নাসিরের মাথা ও বাঁ চোখে আঘাতের চিহ্ন দেখতে পান। রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা গেলে পুলিশে সংবাদ দেওয়া হয়।

লামিয়া বলেন, ‘গরু ও গাছের ব্যবসা এবং জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, সংবাদ পেয়ে রাতেই নাসিরের লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও চোখে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে