পটুয়াখালীর বাউফল উপজেলায় ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামের বাহেরচর-কাছিপাড়া সড়কের শামছুল হক মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার কাছিপাড়া ইউনিয়নের দুলাল ফরাজীর স্ত্রী। তাঁদের পরিবারে দুই ছেলে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গৃহবধূ শিল্পী আক্তার কাছিপাড়া থেকে রিকশাযোগে বাহেরচর গ্রামের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে ইটবোঝাই একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দিলে শিল্পী আক্তার রিকশা থেকে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পড়ে স্থানীয় লোকজন দৌড়ে আসলে ট্রলির চালক ও সহকারী পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।