হোম > সারা দেশ > বরিশাল

সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন। আমাদের গণতন্ত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে।’ 

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের টাউন হলের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সব কথার শেষ কথা, শেখ হাসিনাকে তাড়াতে হবে। তা না হলে দেশ থাকবে না। দেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়। ব্যাংকে টাকা নাই, এলসি খোলা যাচ্ছে না। ওবায়দুল কাদের হঠাৎ করে মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন। কেউ কি ঝাঁকি দিয়েছে নাকি?’ 

১০ দফা দাবি আদায়ের সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আদালতের বিচারপতিরা ন্যায়বিচার করতে পারেন না। সকল আদালত চলে ওপরের নির্দেশে। দেশে ভোট চোর একটাই। শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।’

নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মুহাম্মদ শহিদুল্লাহ, আবু নাসের মো. রহমাতুল্লাহ, নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

এদিকে সমাবেশ চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সিনিয়র নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা