হোম > সারা দেশ > বরিশাল

পূজা দেখতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামে শারদীয় দুর্গাপূজা দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকালে উজিরপুর থানার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের রঞ্জন পাণ্ডের মেয়ে পুতুল পাণ্ডের (২১) সঙ্গে জামবাড়ী এলাকার দিনমজুর বুদ্ধিশ্বর বিক্রমের (৩০) চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি শিশুকন্যা রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী পুতুল পূজা দেখতে নিয়ে যাওয়ার জন্য স্বামী বুদ্ধিশ্বর বিক্রমের কাছে আবদার করেন। তখন টাকা না থাকায় অপারগতা প্রকাশ করেন বুদ্ধিশ্বর। কিন্তু গতকাল বুধবার স্বামী ঘুরতে নিতে চাইলে স্ত্রী পুতুল জানান, তিনি যাবেন না এবং তিন বছরের শিশুকন্যাকে নিয়ে ঘুরতে যেতে চাইলে স্বামীকে বাধা দেন। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই দিন রাত সাড়ে ১০টায় স্বামী বুদ্ধিশ্বর ঘরে ঢুকে স্ত্রীকে অচেতন ও মুখে ফেনা দেখতে পেয়ে একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওই গৃহবধূর কোথাও কোনো  আঘাতের চিহ্ন না পাওয়ায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হয়। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫