হোম > সারা দেশ > পটুয়াখালী

সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়সংলগ্ন ভাড়ানী খালের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকাল ১০টার দিকে খালের দুপাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক, লেবুখালী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ এই মানববন্ধনে অংশ নেন। 

মানব বন্ধনে বক্তারা বলেন, খালের উভয় তীরে বসে সাপ্তাহিক বাজার। বাজারের লোকজন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ হাজার হাজার পথচারীর যাতায়াত করত খালের ওপরের লোহার সেতুটি দিয়ে। গভীর রাত পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিল এটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ সেতুটির অর্ধেক অংশ গত বছর বালুভর্তি ট্রলারের ধাক্কায় ভেঙে যায়। এরপর এখনো এখানে সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়া হয়নি। তাই ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন খাল পারাপার করতে হচ্ছে পথচারীদের। 

মানববন্ধনে বক্তব্য দেন লেবুখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, লেবুখালী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ। 

এ সময় শিক্ষার্থী মরিয়ম বলে, ‘প্রতিদিন খেয়ার দিয়ে পার হতে হচ্ছে আমাদের। খালটিতে প্রবল স্রোত থাকায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।’

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, ‘দ্রুত এখানে সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’ 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, ‘সেতু নির্মাণের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা নেব।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা