বরিশাল: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী মালিহা ফরিদী সারা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাত দেড়টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মালিহা ফরিদী সারা জেলার বাকেরগঞ্জ পৌরশহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা একেএম ফরিদ আহমদের মেয়ে। তাঁরা নগরীর কলেজ এভিনিউ সড়কের ৩ নম্বর লেনের একটি ফ্লাটে ভাড়া থাকতেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে সরকারি বরিশাল কলেজের অনার্সের শিক্ষার্থী ও নগরীর একটি মোবাইল ফোনের শো রুমের কর্মচারীর প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের বাবা-মায়ের দাবি তাঁরা শনিবার রাতে সারার বাসায় গিয়ে ওই ছাত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পেয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সারাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ওই ছাত্রীর গলায় ফাঁস দেওয়ার কোনো চিহ্ন কিংবা দাগ ছিলো না। তাঁর মৃত্যু রহস্যজনক। এ কারণে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।