হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর পৌর কবরস্থানের সামনে গতকাল বুধবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার বাসিন্দা মো. আনসার মোল্লা (৬০)। আহতদের মধ্যে রেক্সোনা (৪০) ও আলামিন (৩৪) নামের দুই ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর পৌর কবরস্থানের সামনে থেকে পালকি পরিবহনের একটি বাস বেকুটিয়ার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় হুলারহাট থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে আসছিল। কবরস্থানের সামনে এলে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ওই রিকশার চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় মো. আনসার মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে রেক্সোনা ও আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ