হোম > সারা দেশ > পিরোজপুর

মঠবাড়িয়ায় বিএনপি-যুবদলের ১৮ নেতা-কর্মী কারাগারে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপি ও যুবদলের ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির মল্লিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মাস্টার, উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সী, শাহীন রেজা, মাইনুল ইসলাম, আবু হানিফ, রিয়াজুল হক, ওয়ালিদ লস্কর, আবুল বাশার রিয়াজ, বেল্লাল খান, হাবিব বেপারী, সজীব, রাসেল জমাদ্দার, শাহীন খান, চান বাদশা, রুম্মান ও মনির হোসেন।

জানা গেছে, আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে গত বছরের ৫ ডিসেম্বর রাতে মামলাটি করেন। মামলায় পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের জেল হাজতে পাঠিয়ে আমাদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন খান বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে কিছু আসামি নিম্ন আদালতে জামিনের প্রার্থনা করেন। বিচারক ১৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ