হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের মুলাদীতে দুই দিনে তিন বাড়িতে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টা পেরোতেই রাত ১টায় আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিকট শব্দে আতঙ্ক নিয়ে রাত পার করেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় ফের মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার এতোগুলো বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 

বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিনটি বাড়ি থেকে দুই দিনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয়রা। বোমাগুলো খড়ের গাদা, লাকড়ির ঘর ও বাথরুমে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। 

বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আব্দুল মাজেদ জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে আফজাল খানের খড়ের গাদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খড়ের গাদা উড়ে গেছে। ওই ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পরে রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূইয়ার ছেলে মোমিন ভুঁইয়ার লাকড়ির ঘরে পরপর ১৫–১৬টি বিস্ফোরণ ঘটে। গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা বাকিউল্লাহ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬–১৭টি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর বাটামারা জগরণী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের আলামত জব্দ করেন। 

স্থানীয়দের ধারণা, বাটামারা ইউনিয়নে কয়েকটি গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। সেসব সংঘর্ষে বোমা বিস্ফোরণও ঘটানো হতো। সম্প্রতি শান্তি সমাবেশের পর সংঘর্ষ বন্ধ হয়। তবে কেউ কেউ হয়তো বোমা জড়ো করে রেখেছিল। প্রচণ্ড গরমে সেগুলোই বিস্ফোরিত হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি এবং ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা