হোম > সারা দেশ > বাগেরহাট

দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের নেতা গ্রেপ্তার

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

কপিল কৃষ্ণ মণ্ডল। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে কপিলকে গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পাঠায়। তাঁর মোবাইল ফোনে দেশি ও বিদেশি নাগরিকদের সঙ্গে সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

কপিল চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের মৃত কৃপা সিন্ধু মণ্ডলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কপিলের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ পাওয়ায় তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মামলাটি করেছেন।

ওসি বলেন, কপিল তাঁর গ্রামের বাড়িতে বসে রাত ৩টার দিকে ৫-৬ জন সহযোগীকে নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিনষ্টের জন্য চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যান। কপিলের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহভাজন দেশি ও বিদেশি নাগরিকদের মোবাইল ফোন নম্বর, ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর পড়ুন:

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’