হোম > সারা দেশ > বাগেরহাট

দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের নেতা গ্রেপ্তার

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

কপিল কৃষ্ণ মণ্ডল। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে কপিলকে গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পাঠায়। তাঁর মোবাইল ফোনে দেশি ও বিদেশি নাগরিকদের সঙ্গে সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

কপিল চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের মৃত কৃপা সিন্ধু মণ্ডলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কপিলের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ পাওয়ায় তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মামলাটি করেছেন।

ওসি বলেন, কপিল তাঁর গ্রামের বাড়িতে বসে রাত ৩টার দিকে ৫-৬ জন সহযোগীকে নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিনষ্টের জন্য চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যান। কপিলের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহভাজন দেশি ও বিদেশি নাগরিকদের মোবাইল ফোন নম্বর, ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর পড়ুন:

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন