হোম > খেলা > ক্রিকেট

ধার করে সাকিবকে ৫০ হাজার দিরহাম পরিশোধ আরাভের

তোফাজ্জল হোসেন রুবেল, দুবাই থেকে

ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে সাকিবের দুবাইয়ে যাওয়ার ঘটনা তুমুল আলোচিত–সমালোচিত।

দুবাইয়ে গত তিন দিন খোঁজ নিয়ে জানা গেছে, দোকানের কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে শুধু জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) সম্মানী দেওয়া হয়েছে। হিরো আলমসহ অন্যদের আসার পর টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। তাঁরাও পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে চলে গেছেন।

অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে থাকা দোকানের অংশীদার উসমান গণি বলেন, সাকিবকে দেওয়ার পুরো টাকাও ছিল না। অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) ধার করতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছু ভিডিও কনটেন্ট তৈরি করা প্রবাসী এক টেলিভিশন সাংবাদিককেও টাকা পরিশোধ করেননি আরাভ।

আরও খবর পড়ুন:

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক