হোম > নারী

জাবির ঘটনায় উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ

ডেস্ক রিপোর্ট, ঢাকা

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনায় নারী ও কন্যার নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নারী ও কন্যার মর্যাদা এবং নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও শিক্ষার্থীদের সহিংসতামুক্ত স্বাধীন ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি জোর দাবি জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তিসহ নির্যাতনের শিকার নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার