হোম > নারী

যেদিন ইতিহাস গড়লেন জুলিয়া

ফিচার ডেস্ক

জুলিয়া ইলেন গিলার্ড। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন জুলিয়া ইলেন গিলার্ড। নারী ও কন্যাশিশুদের শিক্ষার বিষয়ে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। একটি সংস্থার মাধ্যমে তিনি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে; বিশেষ করে মেয়েশিশুদের জন্য শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং সব শিশুর জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেন। জুলিয়া ২০১০ সালের ২৪ জুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

জুলিয়া ক্ষমতায় আসেন তখনকার প্রধানমন্ত্রী কেভিন রাডের বিরুদ্ধে লেবার পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির প্রথম নারী নেতা। ক্ষমতায় আসার পর তাঁর সরকার কর্মক্ষেত্রে সমতা ও মাতৃত্বকালীন ছুটি নিয়ে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে, যাতে নারীরা পরিবার ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখতে পারেন। এ ছাড়া সরকারি বোর্ড ও উচ্চ পদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে উদ্যোগ নেওয়া হয় সে সময়ে। প্রধানমন্ত্রী থাকাকালে ও পরবর্তী সময়ে জুলিয়া নারী ও কন্যাশিশুদের শিক্ষায় অগ্রাধিকার দেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি উন্নয়নশীল দেশে মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করা গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) নামক সংস্থার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলিয়া ইলেন গিলার্ড প্রধানমন্ত্রী হিসেবে নিজের মেয়াদকাল সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন ‘মাই স্টোরি’ নামের স্মৃতিকথায়। ২০১৭ সালে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে বিষণ্নতার সঙ্গে জড়িত একটি অলাভজনক সংস্থা বিয়ন্ড ব্লুর চেয়ারম্যান হন।

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি