হোম > নারী

যেদিন ইতিহাস গড়লেন জুলিয়া

ফিচার ডেস্ক

জুলিয়া ইলেন গিলার্ড। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন জুলিয়া ইলেন গিলার্ড। নারী ও কন্যাশিশুদের শিক্ষার বিষয়ে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। একটি সংস্থার মাধ্যমে তিনি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে; বিশেষ করে মেয়েশিশুদের জন্য শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং সব শিশুর জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেন। জুলিয়া ২০১০ সালের ২৪ জুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

জুলিয়া ক্ষমতায় আসেন তখনকার প্রধানমন্ত্রী কেভিন রাডের বিরুদ্ধে লেবার পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির প্রথম নারী নেতা। ক্ষমতায় আসার পর তাঁর সরকার কর্মক্ষেত্রে সমতা ও মাতৃত্বকালীন ছুটি নিয়ে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে, যাতে নারীরা পরিবার ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখতে পারেন। এ ছাড়া সরকারি বোর্ড ও উচ্চ পদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে উদ্যোগ নেওয়া হয় সে সময়ে। প্রধানমন্ত্রী থাকাকালে ও পরবর্তী সময়ে জুলিয়া নারী ও কন্যাশিশুদের শিক্ষায় অগ্রাধিকার দেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি উন্নয়নশীল দেশে মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করা গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) নামক সংস্থার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলিয়া ইলেন গিলার্ড প্রধানমন্ত্রী হিসেবে নিজের মেয়াদকাল সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন ‘মাই স্টোরি’ নামের স্মৃতিকথায়। ২০১৭ সালে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে বিষণ্নতার সঙ্গে জড়িত একটি অলাভজনক সংস্থা বিয়ন্ড ব্লুর চেয়ারম্যান হন।

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ