হোম > নারী

উপজেলার নারীদের মডেল তিনি

এস এম রকি, খানসামা (দিনাজপুর)

হলুদ ওড়না আর হলুদ-সাদা স্ট্রাইপের কামিজ পরা আরিফা খাতুনকে দেখে ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে ভ্রম হয়। কিন্তু তাঁর মুখের দিকে তাকিয়ে বলে দেওয়া যায়, ফুটবল বিষয়ে তাঁর আগ্রহ শূন্যের কোঠায়। নিজের প্রতিষ্ঠান জয়িতা সেন্টার আর পরিবার সামলে রাত জেগে ব্রাজিলের ফুটবল খেলা দেখায় তাঁর যে তেমন আগ্রহ নেই, সেটা বোঝা যায় তাঁর কথাবার্তায়।

দিনাজপুরের আর দশটি সাধারণ মেয়ের মতোই এসএসসি পরীক্ষার ঠিক এক বছর আগে ২০০০ সালে আরিফা খাতুনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তিনি ২০০১ সালে এসএসসি এবং ২০০৩ সালে এইচএসসি পাস করেন। পরে গৃহিণী হিসেবে কাটিয়ে দেন অনেকটা সময়। কিন্তু ছোটবেলা থেকে ‘নিজেই কিছু একটা’ করার প্রবল ইচ্ছা ভেতরে-ভেতরে লালন করতেন আরিফা। বিয়ের পরেও সেটি ছাড়েননি। অপেক্ষায় ছিলেন ভালো সময়ের।

নিজের সেই ইচ্ছাকে বাস্তব করতে বিয়ের ৯ বছর পর ২০০৯ সালে ভ্রাম্যমাণ প্রশিক্ষণকেন্দ্রে সেলাইয়ের প্রশিক্ষণ নেন আরিফা। সেই প্রশিক্ষণের পর তাঁর দেবরের দেওয়া একটি সেলাই মেশিন দিয়ে তিনি বাড়িতেই পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন ধরনের পোশাক সেলাইয়ের কাজ শুরু করেন। সময় যতই গড়াতে থাকে, ততই বাড়তে থাকে কাজের চাপ। সে জন্য ২০১৫ সালে বাড়ির পাশে একটি দোকান ভাড়া নিয়ে আরও কিছু সেলাই মেশিন কিনে কাজের পরিসর বাড়ান। জয়িতা সেন্টার নামে সে দোকানে এখন কাজ করেন তিনজন কর্মচারী। এখান থেকে খরচ বাদে প্রতি মাসে তাঁর আয় হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। এতে সংসারে যেমন ফিরেছে সচ্ছলতা, তেমনি এলাকার সবার কাছে তিনি হয়েছেন প্রশংসিত।

সফল এই নারী উদ্যোক্তা দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর পানুয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মোহাম্মদ আলী সিদ্দিক পেশায় একজন খুচরা ইন্টারনেট ব্যবসায়ী।

সেলাইয়ের কাজের পরিসর বাড়িয়েই চুপ থাকেননি আরিফা। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক-বাটিক, নকশিকাঁথা এবং আবারও কিছু সেলাইয়ে প্রশিক্ষণ নেন তিনি। পরে বিভিন্ন সময়ে ৯০০ থেকে ১ হাজার নারীকে এসব প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেন তিনি। সেই নারীরাও সংসারে সচ্ছলতা এনেছেন।

এসব কাজের স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত হন তিনি।

সেলাইয়ের কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কাজে আরিফার রয়েছে সরব উপস্থিতি। ব্র্যাকের পল্লী সমাজ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে তিনি এলাকার মানুষের বিপদ-আপদে এবং সামাজিক সমস্যায় এগিয়ে আসেন।

এক বিকেলে আরিফা খাতুনের সঙ্গে কথা হয় তাঁর দোকানে বসে। তিনি বলেন, ‘সংসারের বোঝা হয়ে না থেকে কিছু একটা করার ইচ্ছা থেকে সেলাইয়ের কাজ শুরু করেছিলাম। সেখান থেকে নিজেও স্বাবলম্বী হয়েছি, অন্যদেরও উৎসাহিত করছি।’ যেকোনো স্তরের সহায়তা পেলে সেলাই প্রশিক্ষণ দেওয়ার কাজ আরও ব্যাপক পরিসরে করবেন বলে জানান তিনি।

আরিফার এই সফলতার কথা জানেন খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। তিনি বলেন, ‘আরিফা উপজেলার নারীদের মডেল। তাঁর এসব কাজ পৃষ্ঠপোষকতা পেলে অনেক নারীই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।’

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার

জন্মনিবন্ধন করতে বাবার এনআইডি বা তথ্য বাধ্যতামূলক নয়

নারী আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে হিজাব, নিরাপত্তা নাকি প্রথা

পরিবেশ নিয়ে সরব দুই অভিনেত্রী

বিস্মৃত ছবিতে সামনে এল ব্রিটিশবিরোধী আন্দোলনে নারীদের নেতৃত্ব

‘সচেতনতার অভাব ও সামাজিক কাঠামোর বৈষম্য নারীদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে’

‘নারীর সাফল্য অনেক পুরুষকে শঙ্কিত করে, এই শঙ্কাই সহিংসতা বাড়িয়ে দিচ্ছে’

রীমার ‘আয়নাবিবির গহনা’

শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ স্বামীর হয়ে তালাক দিতে পারেন না