হোম > নারী

নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধে জাতীয় কমিটির বিবৃতি

‘রাস্তা-ঘাটে যৌন হেনস্তার শিকার হচ্ছেন নারীরা, এটি সুস্থ সমাজের চিত্র নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারীর মানবাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছে ‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধে জাতীয় কমিটি’। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও আহ্বায়ক ডা. ফওজিয়া মোসলেম এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি যে, সারাদেশে বিভিন্ন স্থানে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নানা অজুহাতে নারীবিদ্বেষ ও অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। পথে-ঘাটে যত্রতত্র নারী শারীরিক, মানসিক ও যৌন হেনস্তার শিকার হচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতেকে প্রশ্নবিদ্ধ করছে। এটা কোনো সুস্থ, স্বাভাবিক সমাজের চিত্র নয়।’

নেতৃবৃন্দ বলেন, ‘সংঘবদ্ধ নারী বিরোধী তৎপরতা, নারীকে হেনস্থা, নারীবিদ্বেষ এবং মব সন্ত্রাসের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সকল বয়সের নারী সকল ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নারীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দায়িত্বশীল মহল থেকে সহিংসতার শিকার নারী ও কন্যার নাম ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হচ্ছে।’

নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারীর মানবাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবি জানাচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অভিযুক্তদের মুক্ত করার ব্যাপারে নানান ধরণের অপতৎপরতা দেখা যাচ্ছে। আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা যাতে পার পেয়ে না যায় তা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন নাগরিক সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার