হোম > নারী

শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে: ২৬ এনজিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

সারা দেশে শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের জন্য নিবেদিত ২৬টি এনজিওর (বেসরকারি সংস্থা) সমন্বয়ে গঠিত ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’।

এই নেটওয়ার্কের সাচিবিক দায়িত্ব পালনকারী সংস্থা হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স এক বিবৃতিতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। বিশেষ করে, মাগুরার সেই মেয়েটির অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিশুদের প্রতি যৌন নির্যাতন, শারীরিক নির্যাতনসহ সকল ধরনের সহিংসতা বর্তমানে মহামারি আকারে বেড়েই চলেছে। বিশেষ করে মেয়ে শিশুদের ওপর সহিংসতার প্রবণতা দেশব্যাপী ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। আমরা একটি জোট হিসেবে এই সংকটের বিরুদ্ধে চলমান দেশব্যাপী প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্রমবর্ধমান সংখ্যা একটি জরুরি সংকটকে প্রতিফলিত করে যা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণসহ সমাজের সকল স্তরের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করছে। বিবৃতিতে বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, শিশু কল্যাণ পরিষেবার সমন্বয়, শিশু সংস্কার কমিশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’ হলো ২৬টি এনজিওর একটি জোট, যা বাংলাদেশে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার এবং শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জোটের সদস্য সংস্থাগুলো হলো—অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস), বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা), বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ), কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি), সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসেবিলিটি (সিএসআইডি), ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি), গ্রিন হিল, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিইএ), ইনসিডিন বাংলাদেশ, জাগো নারী, কাঠপেন্সিল, মানব কল্যাণ পরিষদ (এমকেপি), মৌমাছি, মাল্টিপারপাস সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমএসইডিএ), পরিবর্তন-খুলনা, পারটিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস (পাস), সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ), সুসমাজ ফাউন্ডেশন, সলিডারিটি, তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), তাজিংডং, শিশুরাই সব এবং ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)।

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি