হোম > নারী

নারীদের নিয়ে চিঠি সংকলন ‘তুমি যেমন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

একটি চিঠি সংকলন বই প্রকাশের মাধ্যমে নারী দিবসকে ভিন্নভাবে উদ্‌যাপন করেছে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সমাজে নারীদের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে ‘তুমি যেমন’ শিরোনামের এই সংকলন প্রকাশিত হয়েছে ১৭ মার্চ। এই প্রকাশনার মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শ্রদ্ধা জানিয়েছে বিশ্বের প্রত্যেক নারীকে, যাঁরা অসমতাপূর্ণ পৃথিবীর মধ্যে বসবাস করেও মানবসভ্যতাকে পরিপূর্ণতা এনে দিয়েছেন।

নারীরা পরিবার ও সমাজে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হন এবং যা তাঁদের অগ্রগতি ও অধিকার রক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, সে বিষয়গুলো নিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। অতিথিরা বিশেষভাবে নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট-জেন্ডার ইকুয়ালিটি) স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড। তিনি বলেন, ‘ন্যায়বিচারের পক্ষে কথা বলা এবং যাঁরা নিজেদের কথা বলতে পারেন না, তাঁদের জন্য আওয়াজ তোলা আমাদের সবার দায়িত্ব। জেন্ডার সমতায় স্থায়ী পরিবর্তন আনতে হলে নারীদের অর্জন উদ্‌যাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

বইটি সম্পর্কে বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্স্টেন্স বলেন, এই বই একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জেন্ডার সমতা আরও বিকশিত হয়। শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নারীরা তাঁদের দক্ষতা অসাধারণভাবে প্রমাণ করেছেন, বইটিতে সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ