হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

কম্পিউটার এবং মোবাইল থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা সম্ভব। কম্পিউটার ও মোবাইল থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য যে কোন ওয়েবসাইট ভিজিট করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। এই কাজে কোন পৃথক অ্যাপ প্রয়োজন হবে না। 

স্মার্টফোন থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়–

মোবাইল থেকে সম্পূর্ণ ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য fbdown. net ওয়েবসাইট ভিসিট করতে পারেন

  • প্রথমে মোবাইলের ফেসবুক অ্যাপ ওপেন করুন। এরপর যে ভিডিও ডাউনলোড করতে চান সেটা ওপেন করুন।
  • স্ক্রল ডাউন করে কপি লিঙ্ক অপশন সিলেক্ট করুন।
  • এবার ব্রাউজারে fbdown. net ওয়েবসাইট ওপেন করে কপি করা লিঙ্ক পেস্ট করে দিন।
  • এরপর ডাউনলোড বাটন চাপুন। এখানে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করার অপশন পাবেন।
  • এবার একটি নতুন পেজে ভিডিও ওপেন হবে। সেখানে ভিডিওর ওপরে ট্যাপ করে হোল্ড করুন। তারপর 'ডাউনলোড ভিডিও' সিলেক্ট করুন।
  • মোবাইলে ভিডিও ডাউনলোড হলে তা ইন্টারনেট কানেকশন ছাড়াই দেখতে পাবেন। 


উল্লেখ্য, কোন ভিডিও প্রাইভেট করা থাকলে তা fbdown. net ব্যবহার করে ডাউনলোড করা যাবে না। 

কম্পিউটার থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়–

  • যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও যে কোন ব্রাউজার ব্যবহার করে ওপেন করুন।
  • ভিডিও চালু করুন। ভিডিও চলতে শুরু করলে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
  • এরপর ড্রপ ডাউন মেনু থেকে 'কপি লিঙ্ক’ অপশন বাছাই করুন।
  • ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে এই লিঙ্ক পেস্ট করুন।
  • এই লিঙ্ক ওপেন হলে লিঙ্কের শুরুতে https://www. এর পরিবর্তে https://mbasic. টাইপ করুন।
  • এবার ভিডিওর ওপরে রাইট ক্লিক করে 'ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ সিলেক্ট করুন।
  • নতুন ট্যাবে ভিডিও চালু হলে ভিডিওর উপরে রাইট ক্লিক করে 'সেভ ভিডিও অ্যাস’ সিলেক্ট করুন।

 

ফেসবুক সম্পর্কিত পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক