হোম > প্রযুক্তি

আমাজন মিউজিকে এখন বিজ্ঞাপন ছাড়া শোনা যাবে ১ কোটি গান

বিজ্ঞাপনমুক্ত গানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘আমাজন মিউজিক’। এতদিন প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ২০ লাখ গান শুনতে পারতেন। এখন তা বেড়ে ১ কোটিতে দাঁড়াবে।

শুধু গানই নয়, প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া শুনতে পাবেন নতুন অনেক পডকাস্ট। এছাড়া সিএনএন, এনপিয়ার, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলোর শো আমাজন মিউজিকে শোনা যাবে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গান ও পডকাস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমাজন প্রাইম যুক্ত করেছে নতুন কিছু ফিচার। এগুলোর মাধ্যমে নতুন পডকাস্ট সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এখন প্রাইমের মেম্বার সংখ্যা ২০ কোটির বেশি। আমাজন মিউজিকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ ডলার ৯৯ সেন্ট। তবে গ্রাহকেরা চাইলে বছর হিসেবে ফি দিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের বছরে ৮৯ ডলার গুণতে হবে।

মিউজিক স্ট্রিমিং সার্ভিসে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম 'অ্যাপল মিউজিক’। অ্যাপলের এই স্ট্রিমিং সেবাদাতা গত মাসে জানায়, সাবস্ক্রাইবারদের জন্য এর ১০ কোটি গানের বড় ভাণ্ডার রয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, প্রতিদিন প্রায় ২০ হাজার গান যুক্ত করা হচ্ছে তাদের ক্যাটালগে।

আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই অপারেটিং সিস্টেমে অ্যাপল মিউজিক ইন্সটল করা যাবে। আরেক প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই দাবি করছে, তার ক্যাটালগে ৮ কোটির বেশি গান আছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব