হোম > প্রযুক্তি

আমাজন মিউজিকে এখন বিজ্ঞাপন ছাড়া শোনা যাবে ১ কোটি গান

বিজ্ঞাপনমুক্ত গানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘আমাজন মিউজিক’। এতদিন প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ২০ লাখ গান শুনতে পারতেন। এখন তা বেড়ে ১ কোটিতে দাঁড়াবে।

শুধু গানই নয়, প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া শুনতে পাবেন নতুন অনেক পডকাস্ট। এছাড়া সিএনএন, এনপিয়ার, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলোর শো আমাজন মিউজিকে শোনা যাবে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গান ও পডকাস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমাজন প্রাইম যুক্ত করেছে নতুন কিছু ফিচার। এগুলোর মাধ্যমে নতুন পডকাস্ট সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এখন প্রাইমের মেম্বার সংখ্যা ২০ কোটির বেশি। আমাজন মিউজিকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ ডলার ৯৯ সেন্ট। তবে গ্রাহকেরা চাইলে বছর হিসেবে ফি দিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের বছরে ৮৯ ডলার গুণতে হবে।

মিউজিক স্ট্রিমিং সার্ভিসে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম 'অ্যাপল মিউজিক’। অ্যাপলের এই স্ট্রিমিং সেবাদাতা গত মাসে জানায়, সাবস্ক্রাইবারদের জন্য এর ১০ কোটি গানের বড় ভাণ্ডার রয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, প্রতিদিন প্রায় ২০ হাজার গান যুক্ত করা হচ্ছে তাদের ক্যাটালগে।

আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই অপারেটিং সিস্টেমে অ্যাপল মিউজিক ইন্সটল করা যাবে। আরেক প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই দাবি করছে, তার ক্যাটালগে ৮ কোটির বেশি গান আছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি