হোম > প্রযুক্তি

স্মার্টওয়াচে ভয়েস কলসহ নানারকম সুবিধা

প্রযুক্তি ডেস্ক

স্মার্টওয়াচ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে লাইফস্টাইল অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান মলিফে। এবার তারা নতুন একটি উদ্যোগ নিয়েছে। তারা বাজারে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন নতুন স্মার্টওয়াচ এনেছে।

নতুন এই স্মার্টওয়াচটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ভয়েস কল সুবিধা। এই স্মার্টওয়াচটির মাধ্যমে ফোনকলের উত্তর দেওয়া যাবে। এজন্য স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মাইক্রোফোন, স্পিকার এবং একটি ডায়াল প্যাড রয়েছে।

স্মার্টওয়াচটির ওজন ৬০ গ্রাম। স্মার্টওয়াচটি মলিফেওয়ার্ল্ড ডটকম ও অ্যামাজনে পাওয়া যাবে। বাজার মূল্য ৫ হাজার ১০০ থেকে ৯ হাজার টাকার মধ্যে। নীল ও কালো এই দুই রঙে স্মার্টওয়াচটি কেনা যাবে।

স্মার্টওয়াচটিতে ২২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহারের কারণে টানা চারদিন ওয়ার্কিং টাইম ও ২৫ থেকে ৩০ দিন স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। পাশাপাশি থাকছে রক্তে অক্সিজেনের পরিমাপক এসপিওটু ট্র্যাকার সুবিধা, ডায়নামিক হার্টরেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক নানারকম সুবিধা পাওয়া যাবে এই স্মার্টওয়াচ থেকে। এছাড়াও এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর করে থাকে।

এই স্মার্টওয়াচে সাতটি স্পোর্টস মুড রয়েছে। আইপি ৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফায়েড হওয়ায় পানির ঝাপটা, বালি কিংবা ব্যায়ামের সময় ঘামের সংস্পর্শে এলেও এই স্মার্টওয়াচের কোনো ক্ষতি হবে না।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি