সম্প্রতি অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ও মেটার প্রতিষ্ঠান ফেসবুকের বিরুদ্ধে অনলাইনে বিজ্ঞাপন প্রদর্শনীতে প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়। শুক্রবার এ অভিযোগের তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই তদন্তের মূল লক্ষ্য হলো ফেসবুক ও গুগলের মধ্যে ২০১৮ সালে হওয়া এক চুক্তির ওপর, যা জেডি ব্লু নামে পরিচিত। এই চুক্তির মূল লক্ষ্যই ছিল অনলাইনে বিজ্ঞাপন প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা।
ইউরোপীয় অ্যান্টি ট্রাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগার এক বিবৃতিতে বলেছেন, জেডি ব্লু চুক্তির মাধ্যমে ফেসবুক ও গুগল নিজেদের ইচ্ছেমতো ওয়েবসাইট ও অ্যাপের বিজ্ঞাপন অনলাইনে প্রদর্শন করত।
যদিও গুগল ও মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গুগলের বিরুদ্ধে টেক্সাস ও অন্য ১৫টি মার্কিন রাজ্যের দ্বারা দায়ের করা একটি অভিযোগে বলা হয়েছে যে উভয় সংস্থার প্রধান নির্বাহীরা জেডি ব্লু চুক্তি সম্পর্কে অবগত ছিলেন।