হোম > প্রযুক্তি

উবার অ্যাপে আসছে গেম খেলার সুবিধা 

গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।

উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।

এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।

তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।

গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।

ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি