বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগলের যুক্তরাষ্ট্রের অফিসগুলোতে প্রতি সপ্তাহে কর্মীদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে। সাময়িক সময়ের এই নীতি গ্রহণ করেছে গুগল। একটি মেমোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসি।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, যাঁরা যুক্তরাষ্ট্রের যে কোনো গুগল অফিসে যাবেন, তাঁদের করোনা নেগেটিভ হতে হবে। পাশাপাশি টিকাগ্রহণের প্রমাণ দেখাতে এবং অফিসে থাকাকালীন সার্জিক্যাল মাস্ক পরতে হবে।
যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বাড়ার পরই গুগলের পক্ষ থেকে এই নীতি গ্রহণ করা হলো। এ নিয়ে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত মাসে গুগল জানায়, ওমিক্রনের সংক্রমণের কারণে কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা পেছানো হয়েছে।
করোনার বৈশ্বিক মহামারির মধ্যে গুগলই প্রথম কোম্পানি হিসেবে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেন। গত ডিসেম্বরে টিকা না নিলে কর্মীদের বহিষ্কার ও বেতন-ভাতা না দেওয়ার সিদ্ধান্তও নেয় গুগল।
আরও পড়ুন: