হোম > প্রযুক্তি

নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে 

টিভির রিমোট নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হয় ব্যবহারকারীদের। কারণ টিভি চালু করার সময় অনেকই রিমোট খুঁজে পান না বা ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে বিড়ম্বনায় পড়েন। এসব ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।

স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আইআর ব্লাস্টার থাকতে হবে। আর আপনার টিভিটিও স্মার্টটিভি হতে হবে। খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফিচারটি সেট করে ব্যবহার করতে পারবেন।

স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনের গুগল টিভি অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. আপনার ফোন ও টিভি একই ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে।
৩. গুগল টিভি অ্যাপে নিচের দিকে ডানের ‘রিমোট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘স্ক্যানিং ফর ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। তাহলে আপনার ঘরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা সবগুলো ডিভাইসের তালিকা দেখা যাবে।
৫. তালিকা থেকে নিজের টিভির নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৬. এরপর ফোন ও টিভি লিংক করার জন্য কতগুলো নির্দেশনা স্ক্রিনে দেখা যাবে। সেগুলো অনুসরণ করুন।
৭. টিভি ও ফোন লিংক হয়ে গেলে স্মার্টফোনটি দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা যাবে।

নিজের ফোনে আইআর ব্লাস্টার রয়েছে নাকি তা নিয়ে অনিশ্চয়তায় থাকলে ফোনটির মডেলের নাম লিখে যেকোনো ব্রাউজারে সার্চ করুন। এরপর যেকোন  প্রযুক্তি ওয়েবসাইট থেকে ফোনের স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেন। স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে, আপনার ফোনে আইআরব্লাস্টার ফিচার আছে নাকি নেই।

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট