হোম > প্রযুক্তি

‘দেশে মোবাইল ইন্টারনেটের গতি বৃদ্ধির সূচক ত্রুটিপূর্ণ, সেবাবঞ্চিত গ্রাহক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বাড়লেও চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না গ্রাহক। গ্রাহক অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে। 

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স এর ফলাফলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান ১২২ তম অবস্থানে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল তাদের তথ্যমতে ১০৬ তম। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান দেখানো হয়েছে ১৬ তম অবস্থানে। পরীক্ষায় দেখা যায় ইন্টারনেট ডাউনলোডের গতি ছিল ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ১১ দশমিক ৫৩ এমবিপিএস। 

মহিউদ্দিন বলেন, ১০ অক্টোবর ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স প্রতিবেদনে লক্ষ্য করলাম, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ডাউনলোড গড় ইন্টারনেটের গতি ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড স্পিড ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেট ল্যাটেনসি দেখানো হয়েছে ২৫ মিলি সেকেন্ড। এপ্রিল থেকে অক্টোবরের শুরুতে তাদের তথ্য বলছে, বাংলাদেশের ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৯ তম। যেখানে আগের প্রতিবেদনে ছিল ১০৬ অর্থাৎ ১৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যেখানে বিশ্বের সর্বোচ্চ গতির দেশ আরব আমিরাতের গড় ডাউনলোড গতি ৩৯৮ এমবিপিএস। সেখানে বাংলাদেশের ২৭ দশমিক ৭৬ এমবিপিএস!

বিবৃতিতে বলা হয়, ওকলার এ তথ্য গ্রহণযোগ্য নয়। কারণ, ওকলা স্পিড টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য যেসব ডিভাইস ব্যবহার করে থাকে তার নমুনা সংগ্রহের ডিভাইসের তথ্য অনুযায়ী সেসব ডিভাইস ব্যবহারকারী বাংলাদেশে মাত্র ৫ থেকে ৮ শতাংশ। বাংলাদেশে গ্রাহকেরা যে ধরনের ডিভাইস ব্যবহার করে থাকেন সেসব ডিভাইস দিয়ে যদি ইন্টারনেটের গড় ডাউনলোড বা আপলোড পরিমাপ করা হয় সেখানে গড় গতি পাওয়া যাবে ৫ থেকে ১০ এমবিপিএস। প্রান্তিক পর্যায়ে কিংবা ভবনের অভ্যন্তরে আবার ইন্টারনেটের গতি কম থাকে। বহুতল ভবনে কিংবা পুরান ঢাকা এমনকি সংসদ ভবনের ভেতরেও ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস। 

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্টারনেটের গতি যেভাবে বৃদ্ধি হওয়া উচিত সে অনুযায়ী বৃদ্ধি পায়নি। ফলে গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইন্টারনেটের ডেটা থাকলেও ইন্টারনেটের গতি না থাকায় অব্যবহৃত থেকে যাচ্ছে ডেটা। মোবাইল ইন্টারনেট সেবা খাতে অনেক বৈষম্য ও সংকট যেমন চলমান, ঠিক একইভাবে সঠিক নজরদারি কমিশনের আন্তরিকতা ও জবাবদিহি ঘাটতি থাকা অন্যতম কারণ। পাশাপাশি অপারেটরদের মনোপলি বা তাদের ব্যবসার দিকে কেবল নজর থাকার কারণে সেবার মান বাড়ছে না।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি