হোম > প্রযুক্তি

প্রতিযোগিতা ইস্যুতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই  প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব  স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া  সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।

তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র‍্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।   

গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প  এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস  হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া  বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি