হোম > খেলা > ফুটবল

পিএসজিতে সব শিরোপা জিততে চান মেসি

লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। গতকাল সম্পন্ন হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা। এখন কেবল মাঠে নেমে মেসির জাদু দেখানোর অপেক্ষা। মেসি নিজেও উন্মুখ হয়ে আছেন প্যারিসকে মাতিয়ে তুলতে। তার আগে অবশ্য আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন মেসি। যেখানে তিনি ক্লাবকে সব শিরোপা এনে দেওয়ার কথা বলেন। 

দুই বছরের চুক্তিতে গতকাল পিএসজির সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন বেতনে মেসির সুযোগ আছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। পিএসজিতে এসে আনন্দিত মেসি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। সবাই জানে বার্সেলোনা ছাড়া আমার জন্য কতটা কষ্টের ছিল। দীর্ঘদিন পর এই পরিবর্তন খুবই কঠিন ছিল। কিন্তু আমি এখন এখানে এসেছি। আমি এখন দারুণ উৎসাহী। পরিবার নিয়ে এখানে সময়টা দারুণ উপভোগ করছি। কঠিন চুক্তিটা যত সহজে হলো তাতে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করছি, এই ক্লাব এখন সব শিরোপার জন্য লড়াই করবে। 

মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, ‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই লিওকে চেনেন। সে ফুটবলে আরও জাদু ছড়িয়ে দিয়েছে। একমাত্র খেলোয়াড় যে ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’ 

এর আগে চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন, ‘আমি প্যারিসে নতুন অধ্যায় খোলার অপেক্ষায় আছি। ক্লাব ও আমার উদ্দেশ একই। আমি ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ উপহার দিতে প্রত্যয়ী। প্রাক দেস প্রিন্সের মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ