ঢাকা: দুই বছর আগে সাদ উদ্দিনের গোলে সল্ট লেকে বাংলাদেশের প্রথমার্ধটা ছিল স্বস্তিদায়ক। এবারও স্বস্তি আছে। সেটি গোল হজম না করার। রিয়াদুল হাসান রাফি গোললাইন থেকে বল বিপদমুক্ত না করলে ভারতের বিপদে পিছিয়েই প্রথমার্ধ শেষ করতে হতো জামাল ভূঁইয়াদের।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচের প্রথমার্ধটা গোলশূন্যভাবে শেষ করেছে বাংলাদেশ-ভারত। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলে অধিকাংশ সময় কোণঠাসাই ছিলেন জামাল ভূঁইয়ারা। দুই দলের ৪-২-৩-১ ফর্মেশন হলেও ভারতের ৭১ শতাংশ বলের দখলই বলে দেয়, প্রথমার্ধে কতটা কোণঠাসা ছিল বাংলাদেশ। ভুল পাসের ছড়াছড়ি, বারবার বল হারিয়েছেন জামালরা। মাঝমাঠে খুঁজেই পাওয়া যায়নি বাংলাদেশকে। বাধ্য ম্যাচের মাত্র ৩৫ মিনিটেই জনির জায়গায় উইঙ্গার মো. ইব্রাহিমকে নামান কোচ জেমি ডে।
৩৫ মিনিটেই প্রথমার্ধে নিজেদের সেরা সুযোগটা পেয়েছিল ভারত। ব্রেন্ডন ফার্নান্দেজের কর্নার থেকে দৌড়ে হেড নিয়েছিলেন ডিফেন্ডার চিংলেসানা। গোললাইন থেকে সেই হেড বাংলাদেশকে পিছিয়ে পড়তে দেননি রিয়াদুল হাসান রাফি।