হোম > খেলা > ফুটবল

কিংসের বড় জয়ের দিনে আবাহনীর হোঁচট

আজকের পত্রিকা ডেস্ক­

কিংসের বড় জয়ের দিনে আবাহনীর হোঁচট। ছবি: বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজকের দিনটা যেন বসুন্ধরা কিংসের জন্যই সেজেছে! এ দিন নিজেদের হারানো পথটাই খুঁজে পেল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ড্র করায় ঢাকা আবাহনী হারিয়ে বসল পয়েন্ট।

প্রথম ৫ রাউন্ডে দুই হার ও এক ড্রয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে কিংস। মোহামেডান ও আবাহনীর কাছে হারের চেয়ে কিংসের জন্য বড় ধাক্কা ছিল ব্রাদার্সের সঙ্গে ড্র করা। এমন ছন্দ হারানো কিংস এবার ফিরল দারুণভাবে। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এএফসিকে। দলটির হয়ে দুটি গোল করেছেন ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজ। আর একটি করে গোল করেছেন মিগুয়েল, রাকিব হোসেন ও মজিবুর রহমান জনি।

এ দিন ম্যাচের ১০ মিনিটের মাথায় লিড নেয় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের আড়াআড়ি ক্রস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন জোনাথন ফার্নান্দেজ। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার চ্যাম্পিয়নদের উদ্‌যাপনের উপলক্ষ এনে দেন মজিবুর রহমান জনি। তারপর ৩৮ মিনিটে ফার্নান্দেজ নিজের দ্বিতীয় আর দলের স্কোরলাইন ৩-০ করেন।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে একাধিক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পুলিশ এফসি। উল্টো আরও দুই গোল হজম করে ফেলে তারা। ৫০ মিনিটে পুলিশের জালে বল পাঠিয়ে গোলের হালি পূর্ণ করেন রাকিব। আর যোগ করা মিনিটে পুলিশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল।

দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে আবাহনী। অন্য ম্যাচটিতে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এমন জয়ে চারে থাকা ব্রাদার্সের অর্জন ৬ ম্যাচে ১১ পয়েন্ট। ড্র করার পর ৬ ম্যাচ খেলা আবাহনীর পয়েন্ট হলো ১৩। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে। আর এক ম্যাচ কম খেলেও ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। এ দিকে ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে কিংস।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার