বহুল আলোচিত কাতার বিশ্বকাপ শেষ হয়েছে। কাতারে ফাইনাল জিতে ইতিহাসের সবচেয়ে কম সময়ের জন্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে থাকবে আর্জেন্টিনা। আর মাত্র সাড়ে তিন বছর পরই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ থেকেই ৩২ টির পরিবর্তে ৪৮টি দল নিয়ে আয়োজন হবে গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু ২০৩০ বিশ্বকাপ কোথায় আয়োজন হবে?
ফুটবল সমর্থকদের এই প্রশ্নের এখনো স্পষ্ট কোনো উত্তর নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিশ্বকাপের একশ বছর পূর্তিতে দক্ষিণ আমেরিকার একাধিক দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে চায়। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে একত্রিত হয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় এ খবর পুরোনো।
২০২৩ সালে গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত আসবে কোন কোন দলের আবেদন চূড়ান্ত করেছে আয়োজক ফিফা। তারপর আবেদনকারী দেশগুলোর কাঠামো পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাই ২০৩০ বিশ্বকাপ আয়োজক নিশ্চিত হতে হতে ২০২৪ সাল পর্যন্ত হয়ে যাবে।