হোম > খেলা > ফুটবল

পিএসজির পরিকল্পনায় আছেন মেসি!

ঢাকা: মৌসুম শেষ হতে আরও কিছুদিন বাকি। এর মধ্যে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউরোপের জায়ান্টরা। কোন তারকা কোন ক্লাবে যাচ্ছেন, এ নিয়ে জমে উঠেছে কথার লড়াই! ফরাসি সংবাদমাধ্যম জানাচ্ছে, এর মধ্যে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে আগামী মৌসুমের পরিকল্পনা সাজাতে শুরু করেছে।

বার্সেলোনায় মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। মেসির বার্সা ছাড়ার গুঞ্জনও আগ্রহী করে তুলেছে ফরাসি জায়ান্টদের। মেসির আর একটা বিষয়ে নজর রাখছে পিএসজি। বার্সার সঙ্গে এখনো নতুন চুক্তি করেননি এই আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে নেইমার-এমবাপ্পে-মেসি জুটির চুড়ান্ত বাস্তবায়নে দারুণ আশাবাদী ফরাসি জায়ান্টরা।

ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন শেষ হয়েছে পিএসজির। যদিও লিগ জেতার খুব কাছাকাছি আছেন নেইমার-এমবাপ্পেরা। ফরাসি দৈনিক লে প্যারিসিয়েন জানাচ্ছে, ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে সামনের মৌসুমে পিএসজি তিনটি জায়গায় পরিবর্তন আনতে চায়। দলে একজন বড় তারকার সঙ্গে একজন মিডফিল্ডার এবং একজন রাইট ব্যাককে অর্ন্তভুক্ত করতে চান কোচ মরিসিও পচেত্তিনো।

মেসিকে সেই বড় তারকা হিসেবে ভাবছেন পচেত্তিনো। লে প্যারিসিয়েনের দাবি, ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সা তারকাকে কেনার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী পিএসজি। একই সঙ্গে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে চায়। যদিও দুদিন আগে ২০২৫ সাল পর্যন্ত নেইমারকে ধরে রাখার চুক্তি সম্পূর্ণ করেছে পিএসজি। সমাপ্তি ঘটেছে নেইমারের বার্সা যাওয়ার গুঞ্জনও।

মেসিকে না পেলে বিকল্প চিন্তাও করে রেখেছে পিএসজি। মেসি যদি বার্সায় থেকে যান কিংবা অন্য ক্লাবে যান, সেক্ষেত্রে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে কিনতে চায় তারা। মিডফিল্ডে মরিসিও পচেত্তিনোর পছন্দের তালিকায় আছেন লিভারপুলের ৩০ বছর বয়সী মিডফিল্ডার জেওরজিনিও ভিনালদাম। লিভারপুলের সঙ্গে ভিনালদামের চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। মিডফিল্ড পজিশনে পচেত্তিনোর পছন্দের তালিকায় আছেন ফরাসি প্রথম স্তরের দল রেনের ১৮ বছর বয়সী মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। আর রাইট ব্যাক হিসেবে পিএসজির প্রথম পছন্দ টটেনহামের সার্জ আউরিয়ের।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন