হোম > খেলা > ফুটবল

বেনজামার রেকর্ডের রাতে বড় জয় রিয়ালের

লা লিগায় এলচের বিপক্ষে খেলতে নামার আগে পূর্বসূরি রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে ২২৮ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন করিম বেনজামা। তবে ম্যাচ শেষে তা আর থাকল না। ক্লাব কিংবদন্তিকে ছাড়িয়ে এখন তিনি একাই দ্বিতীয় স্থানে।

২৩০ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই আছেন বেনজামা। ৩১১ গোল নিয়ে শীর্ষে আছেন সাবেক রিয়াল স্ট্রাইকার। রিয়ালের হয়ে লা লিগায় যেমন শীর্ষে, তেমনি সব মিলিয়েও ক্লাবের হয়ে সবার ওপরে সিআর সেভেন। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ৬২৭ ম্যাচে ৩৩৭ গোল নিয়ে বেনজামা এই তালিকায়ও দ্বিতীয়। 

তবে লা লিগার পরিসংখ্যানে রোনালদো-বেনজামা কেউই শীর্ষে নন। ৪৭৪ গোল নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি। এই তালিকায় রোনালদো দ্বিতীয় এবং বেনজামা পাঁচে আছেন। ২৫২ গোল নিয়ে তিনে আছেন স্পেন ও বিলবাওর কিংবদন্তি টেলমো জারা এবং চারে আছেন দুই মাদ্রিদের হয়েই খেলা হুগো সানচেজ। মেক্সিকান কিংবদন্তির গোলের সংখ্যা ২৩৪। 

বেনজামার রেকর্ডের রাতে এলচেকে বিধ্বস্ত করেছে রিয়াল। পয়েন্ট তালিকার শেষের দলকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছেন সাবেক ফরাসি স্ট্রাইকার। তাঁর দুটি গোলই এসেছে পেনাল্টিতে। রিয়াল স্ট্রাইকারের জোড়া গোলের আগে-পরে অন্য দুটি করেছেন মার্কো অ্যাসেনসিও ও লুকা মদ্রিচ।

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

রিয়ালের বিপক্ষে গোল করা গোলরক্ষক এখন ‘ল্যুভর জাদুঘরে’

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

হেরে অপেক্ষায় রিয়াল, শেষ আটে বার্সার সঙ্গী কারা

প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে বাফুফের দল ঘোষণা

ঢাকার ওয়ান্ডারার্সে ফরাসি সৌরভ ছড়াতে চান লোঁর

শেষ রাউন্ডে কার কী দরকার