হোম > খেলা > ফুটবল

বেনজামার রেকর্ডের রাতে বড় জয় রিয়ালের

লা লিগায় এলচের বিপক্ষে খেলতে নামার আগে পূর্বসূরি রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে ২২৮ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন করিম বেনজামা। তবে ম্যাচ শেষে তা আর থাকল না। ক্লাব কিংবদন্তিকে ছাড়িয়ে এখন তিনি একাই দ্বিতীয় স্থানে।

২৩০ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই আছেন বেনজামা। ৩১১ গোল নিয়ে শীর্ষে আছেন সাবেক রিয়াল স্ট্রাইকার। রিয়ালের হয়ে লা লিগায় যেমন শীর্ষে, তেমনি সব মিলিয়েও ক্লাবের হয়ে সবার ওপরে সিআর সেভেন। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ৬২৭ ম্যাচে ৩৩৭ গোল নিয়ে বেনজামা এই তালিকায়ও দ্বিতীয়। 

তবে লা লিগার পরিসংখ্যানে রোনালদো-বেনজামা কেউই শীর্ষে নন। ৪৭৪ গোল নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি। এই তালিকায় রোনালদো দ্বিতীয় এবং বেনজামা পাঁচে আছেন। ২৫২ গোল নিয়ে তিনে আছেন স্পেন ও বিলবাওর কিংবদন্তি টেলমো জারা এবং চারে আছেন দুই মাদ্রিদের হয়েই খেলা হুগো সানচেজ। মেক্সিকান কিংবদন্তির গোলের সংখ্যা ২৩৪। 

বেনজামার রেকর্ডের রাতে এলচেকে বিধ্বস্ত করেছে রিয়াল। পয়েন্ট তালিকার শেষের দলকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছেন সাবেক ফরাসি স্ট্রাইকার। তাঁর দুটি গোলই এসেছে পেনাল্টিতে। রিয়াল স্ট্রাইকারের জোড়া গোলের আগে-পরে অন্য দুটি করেছেন মার্কো অ্যাসেনসিও ও লুকা মদ্রিচ।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি