হোম > খেলা > ফুটবল

তৃষ্ণার গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃষ্ণার (ডানে) গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বসুন্ধরার অনুশীলন মাঠে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানি। তবে ভুটানের ডিফেন্ডার কর্ণারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।

১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানিকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।

আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর