সর্বোচ্চ চেষ্টা করেও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। যতটা সম্ভব সুবিধা দিয়ে তাঁকে দলে রেখে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কেন এমবাপ্পেকে নিয়ে এই টানাটানি? সদ্য শেষ হওয়া মৌসুমের পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যাবে টানাটানির কারণ। গত মৌসুমে পিএসজির হয়ে মোট ৬৫ গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখেছেন এমবাপ্পে। ৩৯ গোলের বিপরীতে সহায়তা করেছেন ২৬ গোলে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলে তাঁর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেননি। তালিকায় অন্যদের মাঝে করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও মোহামেদ সালাহও আছেন।
মৌসুমে সবচেয়ে বেশি অবদান যাঁদের