হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-সিঙ্গাপুর এর আগে মুখোমুখি হয়েছে কতবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুশীলনে বাংলাদেশ ও সিঙ্গাপুর দল। ফাইল ছবি

৯০ মিনিটের একটি ম্যাচ, সেটা ঘিরে কতই না উন্মাদনা। দেশের ফুটবলও দানা বাঁধতে শুরু করেছে নতুন করে। ১০ জুন সিঙ্গাপুরকে এশিয়ান কাপ বাছাইয়ে হারালে স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে যাবেন হামজা চৌধুরী-শমিত শোমরা। এনিয়ে চতুর্থবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রথম দেখা হয়েছিল ১৯৭৩ সালে মারদেকা কাপে। মালয়েশিয়ার অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের কোনোটিতেই না জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল ১-১ ব্যবধানে। ম্যাচের ষষ্ঠ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন কাজী সালাউদ্দিন। তবে ২০ মিনিটে সমতা ফেরান সিঙ্গাপুরের শামসুদ্দিন রহমত।

একই বছর সিঙ্গাপুরের মাটিতে খেলতে যায় বাংলাদেশ। ১৩ আগস্ট প্রথম ম্যাচেই পায় জয়ের দেখাও। একমাত্র জয়সূচক গোলটি করেন প্রয়াত সাবেক ফুটবলার নওশেরুজ্জামান।

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ফের সাক্ষাৎ হয় ৪২ বছর পর। ২০১৫ সালে প্রীতি ম্যাচে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলের জয় পায় সফরকারীরা। যদিও নাসির উদ্দিনের গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় হার নিয়ে। সেই ম্যাচে খেলেছিলেন জামাল ভূঁইয়া ও সোহেল রানা। এছাড়া বেঞ্চে ছিলেন তপু বর্মণ। তিনজনই আছেন এবারের দলে। সেই ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সিঙ্গাপুরের বর্তমান অধিনায়ক হারিস হারুন ও সাফুয়ান বাহারুদিনেরও।

১০ বছর পর একই ভেন্যুতে আবারও দেখা হচ্ছে দুই দলের। তবে এবার মঞ্চটা ভিন্ন। লক্ষ্য থাকবে তিন পয়েন্ট অর্জন করার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা