বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও মার্কো জামসেনরা। টেস্ট সিরিজের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ায় তারা সেটিকেই প্রাধান্য দিচ্ছেন।
আইপিএল খেলতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও তাদের ছাড়পত্র দিতে রাজি হয়েছে। টেস্টে রাবাদা-এনগিডিদের না খেলা বাংলাদেশের জন্য দারুণ সুখবর। মুমিনুল হকের দল মাঠে এটি কতটুকু কাজে লাগাতে পারে, সেটিই দেখার বিষয়।
টেস্ট সিরিজ না খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন এই তিন ক্রিকেটার। আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইপিএল শুরুর আগেই ওয়ানডে সিরিজ শেষ হবে।এরপর ৩১ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এর আগেই ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। রাবাদা, এনগিডি, জানসেনের মতো তারকা পেসাররা না থাকায় বাংলাদেশের বিপক্ষে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন সিপামলা ও লিজাড উইলিয়ামস।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, নাকি আইপিএল—কোনটি খেলবে তা ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছিলেন প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক ডিন এলগার। তিনি এটাকে সততার লিটমাস টেস্ট হিসেবে দেখছেন।
তবু টেস্ট সিরিজ নয়, আইপিএলই খেলবেন রাবাদা, জানসেন ও এনগিডি। ক্রিকইনফোর প্রতিবেদনও বলছে একই কথা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা জানান, ‘বিসিসিআইয়ের সঙ্গে মূল চুক্তি ছিল যে আমরা আমাদের খেলোয়াড়দের আইপিএলের জন্য ছেড়ে দেব। কিন্তু আইপিএলের সময়সীমা বেড়েছে এবং আমাদের চুক্তিও একই রয়ে গেছে।’