হোম > খেলা > ফুটবল

এমবাপ্পে খুবই বিপজ্জনক, বলছেন রিয়াল কোচ

রিয়াল মাদ্রিদে এসে শুরুতেই গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। দারুণ শুরুর পর কয়েক ম্যাচ ছিলেন গোলশূন্য। সেই এমবাপ্পে সমালোচনাকে তুড়ি মেরে এগিয়ে চলেছেন দুর্দান্ত। কোচ কার্লো আনচেলত্তিও তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। 

লা লিগায় সবশেষ দুই ম্যাচে ৩ গোল পেয়েছেন এমবাপ্পে, যেখানে গত রাতে ৭৫ মিনিটে রিয়েল সোসিয়াদাদের বিপক্ষে গোল করেছেন পেনাল্টি থেকে। অ্যানোয়েটা স্টেডিয়ামে সোসিয়াদাদের বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোলের সংখ্যা কম হলেও ম্যাচে এমবাপ্পে বেশ চাপ প্রয়োগ করেন সোসিয়াদাদের ওপর। ফরাসি ফরোয়ার্ড সোসিয়াদাদের রক্ষণদুর্গে হানা দিয়েছেন বারবার।ম্যাচ শেষে এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি তাকে (এমবাপ্পে) অনেক বেশি উদ্দীপ্ত দেখি। অনেক প্রাণবন্ত। সে খুবই বিপজ্জনক। ভিনিসিয়ুস ও অন্য স্ট্রাইকারদের সঙ্গে তাঁর (ভিনি) সমন্বয়টা ভালো। দারুণ উন্নতি করছে।’

২-০ গোলে জিতলেও রিয়াল মাদ্রিদের ২টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচে রিয়ালকে প্রথম গোল পাইয়ে দেন। ওপেন প্লে থেকে মাদ্রিদ একটা গোল তো করতে পারেনইনি, এমনকি তাদের বিপক্ষে একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিলে সোসিয়েদাদ। রিয়াল গোলমুখ খোলার আগেই সোসিয়েদাদের ৩টি শট ফিরে এসেছে পোস্টে লেগে। মাদ্রিদের খেলার ধরন নিয়েও তাই আক্ষেপ করেছেন আনচেলত্তি, ‘ম্যাচটা কঠিন ছিল। জয়টা আমাদের সম্ভবত প্রাপ্য ছিল না। রিয়াল সোসিয়েদাদ অনেক ভালো খেলেছে। শুরুটা আমরা ভালো করতে পারিনি। তারা অনেক প্রেসিং করে খেলেছে।’

সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে  ১১ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার দুইয়ে মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ১২। লা লিগায় বার্সা নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে বার্সা খেলবে জিরোনার বিপক্ষে। লা লিগার ম্যাচটি হবে জিরোনার মাঠ মন্টিলভি স্টেডিয়ামে।

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে