হোম > খেলা > ফুটবল

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

আরব আমিরাতের এক খেলোয়াড়কে আটকানোর চেষ্টায় বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার। ছবি: বাফুফে

পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।

আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’