হোম > খেলা > ফুটবল

সৌদিতে থাকার সময় তাহলে বাড়ছে রোনালদোর

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি বাড়ার কথা শোনা যাচ্ছে। ছবি: এএফপি

আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবটিতে তিনি যে দারুণ সময় কাটাচ্ছেন, সেটা তাঁর পারফরম্যান্সই বলে দিচ্ছে। তাঁর একের পর এক রেকর্ড তো হলো আল নাসরেই। শোনা যাচ্ছে, ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ছে।

আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। তবে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’

রোনালদো ৪০ বছর পূর্ণ করেছেন গত ৫ ফেব্রুয়ারি। জন্মদিনের দুই দিন আগে (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসর। ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-০ গোলে। সেই ম্যাচে রোনালদো জোড়া গোল করে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভিন্নরকম এক উদ্‌যাপন করেছেন। নতুন এই উদ্‌যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদ্‌যাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।

চল্লিশ পেরোনোর পর রোনালদো প্রথম গোল করেন সৌদি প্রো লিগে ৭ ফেব্রুয়ারি। আল ফায়হার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি করেন ১ গোল। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ৯২৪। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৬ গোল পেছনে তিনি। আল নাসরে দুই বছরে ৯০ ম্যাচে ৮২ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো সৌদি ক্লাবটির হয়ে করেছেন।

আরও পড়ুন:

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো