হোম > খেলা > ফুটবল

কেন এত কষ্ট হামজার

ক্রীড়া ডেস্ক    

কষ্ট পাচ্ছেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলতে জুনের শুরুতে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের লিগেও আপাতত মৌসুম শেষ এই তাঁদের। এর মধ্যেই আবেগঘন পোস্টে হামজা উগরে দিয়েছেন, হৃদয়ে চাপা কষ্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার দারুণ একটা সুযোগ ছিল হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। গত শনিবার ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে সেই স্বপ্নভঙ্গ হয় শেফিল্ডের।

৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও সান্ডারল্যান্ডের কাছে হেরে যায় হামজার দল। চ্যাম্পিয়নশিপেই থেকে যেতে হচ্ছে শেফিল্ডকে। বিপরীতে ফাইনালে জিতে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠে গেছে সান্ডারল্যান্ড। দারুণ খেলেও এমন ব্যর্থতা মানতে পারছেন না হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বড্ড আক্ষেপ নিয়েই লিখেছেন, ‘এভাবে মৌসুম শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে, আমরা এর চেয়ে অনেক বেশি প্রাপ্য ছিলাম, কিন্তু ভাগ্যে তা লেখা ছিল না!’

শেফিল্ডের কোচ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে হামজা আরও লিখেছেন, ‘আমি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে জড়িত সকলকে, আমাদের গ্যাফার (প্রধান কোচ) ও তার স্টাফদের, আমার সকল সতীর্থকে এবং প্রত্যেক সমর্থককে ধন্যবাদ জানাতে চাই—আমাকে এতটা স্মরণীয় সময় উপহার দেওয়ার জন্য!’

লাভ ইমোজি জুড়ে দিয়ে আরও লিখেছেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী