হোম > খেলা > ফুটবল

মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে যেভাবে স্মরণ করল নাপোলি 

‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়। 

ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা। 

নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো