লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক এখন শুধুই অতীত। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির ক্লাব ছাড়ার সময় হুয়ান লাপোর্তা ভেবেছিলেন বেতন ছাড়াই বার্সেলোনায় খেলতে চাইবে মেসি।
মেসি বার্সেলোনা ছাড়ার দুই মাস পর এ নিয়ে মুখ খুলেছেন লাপোর্তা। বার্সেলোনা সভাপতি বলেছেন, ‘আমি সত্যিই আশায় ছিলাম, শেষ মুহূর্তে বিনা বেতনে মেসি বার্সেলোনায় থেকে যাবে। এটা হলে আমি খুব খুশি হতাম। আমার ধারণা, লিগও এটা মেনে নিত। কিন্তু মেসির মতো খেলোয়াড়ের কাছে এমন দাবি তো আমরা করতে পারি না।’
মেসি বার্সেলোনা ছাড়ার আগে থেকেই খারাপ সময় পার করছিল কাতালান ক্লাবটি। তবে মেসি ক্লাব ছাড়ার পর আরও ছন্নছাড়া বার্সা। লা লিগায় পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান ৯ নম্বরে। এখন পর্যন্ত ৭ ম্যাচে রোনাল্ড কোমানের দল জয় পেয়েছে ৩ টিতে। এদিকে মেসির বর্তমান ক্লাব পিএসজির ছবি বার্সার বিপরীত। লিগ ওয়ানে ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে আছে পিএসজি।
এদিকে আগামীকাল বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া নিয়ে মেসির বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সেখানে হয়তো নিজের দলবদল নিয়ে আরও বিস্তারিত বলবেন তিনি।