হোম > খেলা > ফুটবল

ইতিহাস লেখা ম্যারাডোনাকে স্মরণ করলেন ম্যাথাউস

৩৬ বছর আগে এই দিনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে আনন্দে ভাসিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই দিনের পর ফুটবল ইতিহাসে বিশেষ একটা স্থান নিজের করে নেন ম্যারাডোনা। এখন তাঁকে ছাড়াই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে হচ্ছে আর্জেন্টিনাকে।

১৯৮৬ সালের ২৯ জুন ম্যারাডোনা যাদের হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন, সেই জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস স্মরণ করেছেন ম্যারাডোনাকে। জানিয়েছেন, মাঠে একে-অপরের শত্রু হয়ে খেললেও মাঠের বাইরে বন্ধুই ছিলেন তাঁরা। 

১৯৮৬ ও ১৯৯০ সালে পরপর দুটি বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। প্রথমবার ম্যারাডোনার আর্জেন্টিনা বাজিমাত করলেও পরেরবার ইতিহাস গড়ে ম্যাথাউসের জার্মানি। নিজেদের সেই সময়ের সম্পর্কের কথা মনে করে ম্যাথাউস বলেছেন, ‘আমরা একে-অপরের বিপক্ষে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছি। সিরি ‘আ’তে সে যখন নাপোলিতে এবং আমি ইন্টার মিলানে, তখনো অনেক ম্যাচ খেলেছি। আমাদের বিশেষ বন্ধুত্ব ছিল। নিজেদের প্রতি সম্মান ছিল। অনেক সময় মাঠে শত্রুর মতো লড়াই করে সকাল পর্যন্ত উদ্‌যাপন করেছি।’ 

ম্যারাডোনাকে ফুটবলের ইতিহাস রচয়িতা উল্লেখ করে ম্যাথাউস আরও বলেছেন, ‘সে ফুটবলে ইতিহাস লিখেছে এবং তার সময়ের সেরা ফুটবলার। আমার বিদায়ী ম্যাচের সময় সে মিউনিখ এসেছিল। আমি তার বিদায়ের সময় বুয়েন্স এইরেসে ছিলাম।’

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক