হোম > খেলা > ফুটবল

নেইমারবিহীন ব্রাজিল উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে

বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে গোল ৪টি করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, এন্টনি ও রদ্রিগো গুয়েস। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে নেইমারবিহীন ব্রাজিল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু প্রথম মিনিটেই রাফিনহার গোল বাতিল হয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। তবে ২৮ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন সেই রাফিনহাই। মারকুইনাইসের বাড়ানো বলে প্যারাগুয়ের বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। বাঁ দিকে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক এন্তনি সিলভা।  বিরতির পর ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।

শেষ দিকে প্যারাগুয়েকে আরও চেপে ধরে ব্রাজিল। শেষ ৫ মিনিটে আরও দুবার প্যারাগুয়ের জালে বল জড়ায় ব্রাজিল। ৮৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ভিনিসিয়ুসের বদলি নামা এন্তনি। এভারটন রিভেইরার বাড়ানো বল বক্সের কোনাকুনি থেকে জালে জড়ান এন্তনি। এর দুই মিনিট পর খেলার শেষ মুহূর্তে গোলের হালি পূর্ণ করেন রদ্রিগো। 

সব মিলিয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্ত করল ব্রাজিল। অন্যদিকে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় শেষ প্যারাগুয়ের। ভোরে অন্য ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। ভেনেজুয়েলার জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে লুইস সুয়ারেজরা। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে উরুগুয়ে।  

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

সাফ ফুটসালে বাংলাদেশের খেলা দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’