জুভেন্টাসকে হারিয়ে গামপার শিরোপা জিতেছে বার্সেলোনা। মেসির আনুষ্ঠানিক বিদায়ের কয়েক ঘন্টা পরই খেলতে নেমেছিল বার্সা। ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
নতুন মৌসুমকে স্বাগত জানাতে ১৯৬৬ সালে প্রথম হুয়ান গাম্পার ট্রফির শুরু করেছিল বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় কাল রাতে গাম্পার ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল বার্সা-জুভেন্টাস।
এই ম্যাচেই আরও একবার মেসি -রোনালদোর লড়াইয়ের অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব। কিন্তু সেটি আর হলো না। কোটি বার্সা সমর্থকদের চোখের জলে ভাসিয়ে, কাতালানদের হৃদয় ভেঙে বিকেলেই যে আনুষ্ঠানিকভাবে বার্সা ছেড়েছেন মেসি। ম্যাচে মেসি না থাকলেও তাঁর অভাবটা বুঝতে দেননি মেম্ফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েট আর রিকি পুইগরা।
ম্যাচের শুরুতেই ডিপাইয়ের দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। প্রথমার্ধে আলো ছড়াতে পারেননি রোনালদো। বিরতির পর তাই রাত রোনালদোকে ছাড়াই মাঠে নামে জুভেন্টাস। তবু হার এড়াতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্র্যাথওয়েট। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান ৩-০ করেন রিকি পুইগ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।