হোম > খেলা > ফুটবল

মেসি–পিএসজির আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেল

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানায় পিএসজি। পরে মেসি ‘প্যারিস’ লেখা একটি টি শার্ট পরে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন।

২০২৩ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন মেসি। পিএসজিতে সব মিলিয়ে প্রতি মৌসুমে মেসির আয় হবে ৩৫ মিলিয়ন ইউরো। এর আগে মেসি–পিএসজি চুক্তির সময়ের ব্যাপার বলে খবর প্রকাশ করেছিল লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য আতলেতিক। তারা জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে মেসির সঙ্গে পিএসজির চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে। তাদের সেই খবরের ২৪ ঘণ্টা না পেরোতেই এবার চূড়ান্ত ঘোষণা আসল। ন্যু ক্যাম্পের বিদায়ী ভাষণেও পিএসজির সঙ্গে কথা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন। সেই আলোচনায় এবার আলোর মুখ দেখল। 

মেসি–বার্সেলোনা চুক্তি ভেস্তে যাওয়ার পর সবার চোখ ছিল তাঁর সম্ভাব্য নতুন গন্তব্যের দিকে। শুরুতে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম এক সঙ্গেই আলোচনায় এসেছিল। তবে সিটি ঘোষণা দিয়েই মেসিকে দলে টানার দৌড় থেকে সরে আসে। এরপর মেসির সঙ্গে দর-কষাকষিতে টিকে ছিল কেবল পিএসজি। 

উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার আগ মুহূর্তে গত শুক্রবার রাতে হঠাৎ সবকিছু উল্টো দিকে মোড় নেয়। বার্সা কর্তৃপক্ষ জানায়, মেসি ও বার্সেলোনা দুই পক্ষই চুক্তি চূড়ান্ত করার ঐকমত্যে পোঁছানোর পরেও লা লিগার নীতিমালার কারণে মেসি ধরে রাখা সম্ভব হচ্ছে না। 

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ